সময়ের জনমাধ্যম

৬ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

Last Updated on 2 days by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: আলোচিত এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৪ ব্যাংকসহ ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক।

রবিবার (০৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছেন, ছয় ব্যাংকের এমডি ছুটিতে থাকবে- এটা ৬ ব্যাংকের পর্ষদের সম্মিলিত সিদ্ধান্ত। এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক এসেট কোয়ালিটির রিভিউয়ের আওতায় আনবে। অডিট পরিচালনার পরিকল্পনা রয়েছে, সেখানে যেনো উনার অযাচিত হস্তক্ষেপ করতে না পারে। প্রক্রিয়াটা স্বচ্ছ রাখার জন্য এমডিদের কে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে। অডিটি যদি উনারা কোন অন্যায় কাজরে সঙ্গে তারা জড়িত না প্রমাণ হয় তাহলে যথারীতি উনারা এসে যোগ দিবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৬টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এস আলম-ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়।