Last Updated on 2 years by BISWAS
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী অংকন বিশ্বাসের স্মৃতিতে ক্যাম্পাসে গ্রাফিতি একেঁ সাংস্কৃতিক প্রতিবাদ জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের নিচতলায় গ্রাফিতি আঁকার এ কর্মসূচি পালন করা হয়।
গ্রাফিতি অঙ্কনে অংশ নেয় চারুকলা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সুমাইয়া ইভা বলেন, আমরা এখানে গ্রাফিতি অঙ্কন করছি যেন প্রত্যেকটা শিক্ষার্থী অবন্তিকা ও অঙ্কন বিশ্বাসের ঘটনাটি সম্পর্কে অবগত হয় এবং প্রতিটি শিক্ষার্থী যেন সচেতন হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের চোখেও যেন পড়ে এবং তার সুষ্ঠু বিচারের দাবিতে আমাদের এটি একটি প্রতিবাদ।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী তীর্থ মন্ডল বলেন, আমারা আমাদের আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কন করছি। এটি আমাদের সাংস্কৃতিক আন্দোলন। দুজনকে আমরা হারিয়েছি তারা আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত ছিলো। তাদের মনে রাখার জন্য আমাদের এ উদ্যোগ।
আন্দোলনরত শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খাদিজাতুল কুবরা বলেন, আমরা দুইজনকে হারিয়ে আর কাউকে হারাতে চাই না। আমারা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি, আমাদের আন্দোলন চলবে।


