Last Updated on 2 years by BISWAS
রাজধানীর শাহবাগে ০৭ ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিএসএমএমইউয়ের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করে দৃর্বৃত্তরা।
দশম দফা অবরোধের শেষ দিনে বৃষ্টির মধ্যেই রাজধানীতে এই ঘটনা ঘটে । তবে কেউ হতাহত হয়নি।
দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে তরঙ্গ প্লাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, আগুন লাগানোর সময় যাত্রীরা নিরাপদে নেমে গেছেন। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ পাহারায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আগারগাঁওয়ে একটি ব্যাংকের সামনে থেমে থাকা একটি ট্রাকে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


