Last Updated on 7 months by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন,
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ কীভাবে দেশের বাইরে চলে গেলেন।
তিনি অভিযোগ করেন, এক বেনজীর, এক আজিজ (সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ) নয়। অসংখ্য আজিজ-বেনজীর তারা (সরকার) তৈরি করেছে। তারা দেশটাকে লুটের সাম্রাজ্যে পরিণত করেছে।
আজ (০১ জুন) শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ৪ মে কীভাবে দেশের বাইরে চলে গেলেন? গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘যাওয়ার আগে তাঁর (বেনজীর) ব্যাংক হিসাব খালি করে গেছেন। ব্যাংক হিসাবে প্রায় ৬০ কোটি টাকা ছিল। বেশি-কম হতে পারে। আমার প্রশ্ন তিনি কীভাবে গেলেন।’
বিএনপি হেরে গেছে, এটা মনে করার কোনো কারণ নেই বলে মনে করেন দলটির মহাসচিব। তিনি বলেন, ‘আমরা লড়ছি, মরছি, আত্মত্যাগ করছি। কেউ পিছপা হইনি। বিএনপি নতুন করে আবার কাজ শুরু করেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই করছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।’
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং আয়োজক সংগঠনের সদস্যসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ–উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লুৎফর রহমান, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, প্রকৌশলী রিয়াজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক তাজমেরি এস এ ইসলাম প্রমুখ।