Last Updated on 1 year by zajira news
স্পোর্টস ফুটবল, জাজিরা নিউজ: ইউরোতে মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় তুরস্ক। দুই অর্ধে দলের দুটি গোলই করেন ডিফেন্ডার দেমিরাল।
ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই আর্দা গুলেরের করা কর্নার থেকে উড়ে আসা বল অস্ট্রিয়া ডিফেন্ডার স্টেফানের পায়ে লেগে গোললাইনের খুব কাছে চলে যায়। তখন গোলরক্ষক সেটি আটকে দিলেও গোলমুখে থাকা দেমিরাল ফিরটি শটে ঠিকানা খুঁজে নেন। গোল হজম করে আক্রমণ বাড়াতে থাকে অস্ট্রিয়া। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগও পায় তারা। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি।
বিরতির পর ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেমিরাল। গিলেরের কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান আল আহলির এই ফরেয়ার্ড। দুই গোলে পিছিয়ে গিয়েও আক্রমণ থামায়নি অস্ট্রিয়া। এর সুফলও পায় তারা। ৬৬তম মিনিটে কর্নারে সতীর্থের হেড পাস বক্স থেকে নিখুঁত টোকায় জালে পাঠান মিখায়েল। ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় হারতে হয় অস্ট্রিয়াকে।
কোয়ার্টার ফাইনালের ম্যাচে বার্লিনে আগামী শনিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক।