Last Updated on 10 months by admin
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: এক ম্যাচ বাকি থাকতেই, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বিজয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচে, বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় অর্জন করে অস্ট্রেলিয়া।
প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ম্যাচেও দেখা গেলো একই পরণতি। আগে ব্যাটিং করা বাংলাদেশকে ৯৭ রানে অলআউট করেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। জবাবে ১৫৭ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করে অজি দল।
রবিবার (২৪ মার্চ) দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ১ বলে, ৯৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। নয় নম্বরে ব্যাট করতে নেমে, সর্বোচ্চ ২২ রান করেন নাহিদা আক্তার। জবাবে, ২৩ ওভার ৫ বলে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে রেখে, ১৫৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে তারা।
অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের নেতৃত্ব দেন সোফি মলিনেক্স, তিনি ৩টি উইকেট নেন । এছাড়া অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং ও জর্জিয়া ওয়ারহাম ২টি করে উইকেট নেন।
এলিস পেরি অপরাজিত ৩৫ রান করেন। অন্যদিকে, বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রাবেয়া খান ও সুলতানা খাতুন। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই সামর্থ্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তাদের ফিল্ডিংও ভালো ছিলো না।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। ওয়ানডে সিরিজ শেষে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ লড়বে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।