Last Updated on 2 weeks by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: আইপিএলের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আট আসরে খেলা এই পেসারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। আইপিএলে ফেরার আশায় নিলামে নাম লিখিয়েছেন সাকিব আল হাসানও। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার নিজেকে রেখেছেন ১ কোটি রুপির ক্যাটাগরিতে।
আগামী আসরের নিলামের জন্য তালিকায় নাম তুলেছেন মোট ১ হাজার ৩৭৭ ক্রিকেটার। তাদের সবার নাম থাকবে না নিলামের চূড়ান্ত তালিকায়। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের আগ্রহের তালিকায় থাকা ক্রিকেটারদের নাম জমা দিতে বলা হয়েছে আগামী শুক্রবারের মধ্যে। সেটির ভিত্তিতে মূল তালিকা চূড়ান্ত হবে। নিলাম হবে আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে।
মুস্তাফিজ গত আসরে নিলামে দল না পেলেও পরে বদলি হিসেবে জায়গা পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে। তিন ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছিলেন তিনি।
এখনও পর্যন্ত আট আসরে পাঁচটি ভিন্ন দলের হয়ে মোট ৬০টি ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী বাঁহাতি পেসার। ওভারপ্রতি ৮.১৩ রান দিয়ে উইকেট নিয়েছেন ৬৫টি। ২০১৬ সালে অভিষেক আসরে ১৭ উইকেট তার সেরা মৌসুম এখনও।
সাকিব আইপিএলে সবশেষ খেলেছেন ২০২১ সালে। সাতটি আসরে তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, দুটিতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ৯ আসরে ম্যাচ খেলেছেন তিনি মোট ৭১টি। ১২৪.৪৮ স্ট্রাইক রেট ও ১৯.৮২ গড়ে রান করেছেন ৭৯৩, ওভারপ্রতি ৭.৪৩ রান দিয়ে উইকেট ৬৩টি। শিরোপার স্বাদ পেয়েছেন দুইবার।
নিলামের তালিকায় বড় চমক গ্লেন ম্যাক্সওয়েলের না থাকা। গত আসরে ব্যাট হাতে ব্যর্থতা ও পরে চোটের কারণে সরে যাওয়া অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটসম্যান এবার নিলামে নাম লেখাননি।
নিলামে এবার সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পাবেন। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটার ৩১ জন। সাকিব-মুস্তাফিজদের লড়াইটা তাই খুবই কঠিন।


