সময়ের জনমাধ্যম

আইরিশদের উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

Last Updated on 2 weeks by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারলেও বাকি দুটি জিতে টাইগাররা সিরিজ নিজেদের করলো।

মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে আইরিশরা।

কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ও আক্রমণাত্মক মনোভাবের সামনে তাদের লাইন-লেন্থ বারবার বেসামাল হয়ে পড়ে। তাতে ১৯.৫ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।

জবাবে ব্যাট হাতে নেমে পুরো দৃশ্যপটটিকে নিজের মতো করে আঁকলেন তানজিদ হাসান তামিম। স্ট্রোকে স্ট্রোকে ছিল তরুণ আগ্রাসন, ছিল আত্মবিশ্বাসের দীপ্তি।

তার দৃষ্টিনন্দন ফিফটিকে সঙ্গ দিল অন্য প্রান্তে পারভেজ হোসেন ইমনের শান্ত স্থিরতা। তাতে মাত্র ১৩.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। তাই এ জয় শুধু একটি ম্যাচের নয়, আত্মবিশ্বাস পুনরুদ্ধারেরও।