সময়ের জনমাধ্যম

আকস্মিক ধূলিঝড়ে মুম্বাই বিপর্যস্ত, নিহত ৮, অর্ধশতাধিক আহত

Last Updated on 8 months by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: মুম্বাইয়ের ঘাটকোপারে ধূলিঝড়ে ভেঙে পড়েছে বিশালাকৃতির একটি বিলবোর্ড।

সোমবার (১৩ মে) সন্ধ্যার দিকে সেখানকার এক জ্বালানি স্টেশনে ভেঙে পড়া বিলবোর্ডের নিচে চাপা পড়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯ জন। ধ্বংস্তুপের নিচে প্রায় ২০ জন চাপা পড়েছেন বলে ধারণা করছে পুলিশ।

ভারতের জাতীয় দুযোর্গ মোকাবিলা বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) কর্মীদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সরানো সম্ভব হয় ধ্বংসস্তূপ।

একটি জ্বালানী স্টেশনে রাখা গাড়ির ওপর মেটাল বিলবোর্ডটি ভেঙে পড়ে

ধ্বংস্তূপ সরানোর পর মৃত অবস্থায় ৩ জনকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে আরও ৫ জনের।

সেই সঙ্গে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ৬৭ জনকে। এদের সবাই কম-বেশি আহত হয়েছেন। অনেককেই ভর্তি করাতে হয়েছে হাসপাতালে

ধূলিঝড়ে পরিবহন ব্যবস্থারও ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কিছু জায়গায় গাছপালা উপড়ে গেছে। ভবন বিধ্বস্ত হয়েছে কোন কোন এলাকায়। মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

যখন ধূলিঝড়টি শুরু হয় তখন মুম্বাইয়ের আকাশ কালো হয়ে আসে। সামাজিক মাধ্যমে অনেকে এই ছবি শেয়ার করেছেন।

আকাশ অন্ধকার হয়ে আসার পর স্থানীয় ট্রেন, মেট্রো নেটওয়ার্কের একটি অংশ এবং বিমানবন্দর সার্ভিস সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। সূত্র : এনডিটিভি।

Reendex

Must see news