Last Updated on 3 weeks by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: সনাতন হিন্দু ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ জন্মতিথি, শুভ জন্মাষ্টমী। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
সনাতন ধর্মানুসারে, ঐতিহাসিকদের বিবেচনায় খ্রিস্টপূর্ব ৯০০-১০০০ সালে সনাতম ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের অবির্ভাব ঘটে। তার জন্মের সময় এই বিশ্বব্রহ্মান্ড পাপ ও অরাজকতায় পরিপূর্ণ ছিল। তাই মানবজাতিকে রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। নানা ভূমিকায় অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণ মানব জাতির কাছে জীবন ধারণের অনন্য উদাহরণ রেখে গেছেন।
শ্রীকৃষ্ণের বাণী সমগ্র বিশ্বকে আলোড়িত করছে হাজার হাজার বছর ধরে। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো- সংঘর্ষ ও অন্যায়কে পরাভূত করে শান্তি প্রতিষ্ঠা করা। এই পবিত্র দিনে সকল অকল্যাণ ও অশুভ শক্তির বিরুদ্ধে অন্তর আত্মাকে জাগ্রত করার শপথ নিতে হবে।
আজ সরকারি ছুটির দিন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।
জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির, মঠ ও পূজাম-পের উদ্যোগে আজ শোভাযাত্রা, গীতাযজ্ঞ, কীর্ত্তন, আরতি, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনা সভাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হবে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে দু’দিনব্যাপী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব আজ শনিবার শুরু হচ্ছে। প্রথমদিন আজ শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সকাল আটটায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, বিকেল তিনটায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রা এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। গীতাযজ্ঞ পরিচালনা করবে চট্টগ্রাম সীতাকু-ের শংকর মঠ ও মন্দির।
ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন পলাশীর মোড়ে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠানে উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। উদ্বোধন শেষে শোভাযাত্রা শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
অনুষ্ঠানমালার দ্বিতীয় ও শেষ দিন আগামী ১৯ আগস্ট বিকেল তিনটায় ঢাকশ্বেরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। উদ্বোধন করবেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার।
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে জন্মাষ্টমী মহোৎসবের আয়োজন করবে। অনুষ্ঠানমালায় রয়েছে আলোচনা সভা, গরিব দুস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ প্রভৃতি।
এ ছাড়া রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, রাজারবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান, মীরপুর কেন্দ্রীয় মন্দির, স্বামী ভোলানন্দ গিরি আশ্রম, প্রভু জগদ্বন্ধু মহাপ্রকাশ মঠ, ঠাঁটারীবাজার শিবমন্দির, রাধামাধব জিও দেশ বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির, শিব মন্দির, রামসীতা মন্দির এবং মাধব গৌড়ীয় মঠসহ বিভিন্ন মন্দির, পূজাম প ও ধর্মীয় সংগঠন জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করবে।
পৃথক বিবৃতিতে জন্মাষ্টমির শুভেছো জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল প্রমুখ।
মুক্তিযুদ্ধের বাংলাদেশ এভাবে চলতে পারে না : মতবিনিময় সভায় নেতারা ॥ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। এতে জন্মাষ্টমীর বিস্তারিত অনুষ্ঠানমালা তুলে ধরা হয়।
এ সময় নেতারা বলেন, গত বছর জুলাই গণআন্দোলনের মাধ্যমে যে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষিত হয়েছে, বিরাজিত পরিস্থিতি তা ধারণে ব্যর্থ হচ্ছে। তারা শঙ্কিত এ কারণে যে, অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাসে বিপর্যস্ত ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু। বিশেষ করে হিন্দু সম্প্রদায় এই নতুন পরস্থিতিতে অস্তিত্ব সংকটে পড়েছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ এভাবে চলতে পারে না।
সভায় লিখিত বক্তব্য উত্থাপন করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। আরও বক্তব্য রাখনে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, সহসভাপতি মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।
বাসুদেব ধর বলেন, জন্মাষ্টমীকে ঘিরে সরকার পরিপূর্ণ নিরাপত্তার পদক্ষেপ নিয়েছে। তারা আশা করছেন, কোনো সমস্যা হবে না।