Last Updated on 1 week by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: আতঙ্ক কাটিয়ে আবারও শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক।
সোমবার (২৮ জুলাই) দুপুর পৌনে ১২টায় দোয়েল হলে ফেরেন রাজনীতিবিদ ও কমিশনের সদস্যরা।
এর আগে দুপুর ১২টা ২০ মিনিটি ফরেন সার্ভিস একাডেমি ভবনে আগুন আতঙ্ক ছড়িয়ে পরে। কারণ তখন ভবনের ফায়ার সতর্কতা বাজছিল। এ সময় কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে বের হয়ে যেতে বলেন। তখন সবাই হুড়োহুড়ি করে বের হয়ে নিচে অবস্থান করেন।
তখন ধারণা করা হচ্ছিল ভবনের কোনও অংশে কেউ সিগারেট বা আগুনের কোনও কিছু ফেলে থাকতে পারেন।
বৈঠক শুরু হলেও আসলে কী হয়েছিল, সে বিষয়ে ব্যাখ্যা দেয়নি কমিশন।