সময়ের জনমাধ্যম

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশায় বাংলাদেশ

Last Updated on 1 month by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে টাইগাররা। জবাবে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে অলআউট হয় ১৪৬ রানে।

ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিম ঝড়ো ব্যাটিংয়ে ৩১ বলে ৫২ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ৩টি ছয়। সাইফ হাসানও করেন ৩০ রান। মাঝে লিটন দাস দ্রুত ফিরে গেলেও (৯), তৌহিদ হৃদয় ২৬ রানের ঝলক দেখান। শেষ দিকে নুরুল হাসান ৬ বলে ১২ রানের ক্যামিও খেলে দলের সংগ্রহ দাঁড় করান ১৫৪। আফগানিস্তানের হয়ে নুর আহমেদ ও রশিদ খান দুটি করে উইকেট নেন।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই নাসুম আহমেদের স্পিনে ধাক্কা খায় আফগানরা। ওপেনার সেদিকুল্লাহ আতাল (০) ও ইব্রাহিম জাদরান (৫) দ্রুত আউট হয়ে ফেরেন। তবে অন্য প্রান্তে উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ৩৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন।

মাঝে আজমাতউল্লাহ ওমরজাই ১৬ বলে ৩০ রান করে ম্যাচে উত্তেজনা ফেরান। শেষ দিকে অধিনায়ক রশিদ খান ঝড়ো ২০ রান (১১ বলে) করলেও মুস্তাফিজুর রহমানের জাদুকরী স্পেলে ভেঙে পড়ে আফগানদের আশা। শেষ ওভারে দরকার ছিল ২১ রান, নূর আহমেদ টানা দুই ছক্কা হাঁকালেও শেষ পর্যন্ত টাসকিন আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফেরেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করে ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রান খরচায় নেন ২ উইকেট। টাসকিন আহমেদও নিয়েছেন ২ উইকেট।

শেষ মুহূর্তের রোমাঞ্চে দারুণ জয় তুলে নিয়ে গ্রুপ পর্বে টাইগাররা নিজেদের আশা বাঁচিয়ে রাখল।