সময়ের জনমাধ্যম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, ৯ শিশুসহ নিহত ১০

Last Updated on 3 weeks by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯টি শিশু এবং একজন নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫শে নভেম্বর) আফগানিস্তানের তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালেবান মুখপাত্র জানান, সোমবার দিবাগত মধ্যরাতে খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি বাহিনী ওয়ালিয়াত খান নামের এক স্থানীয় বেসামরিক নাগরিকের বসতবাড়িতে এই বোমা বর্ষণ করে। হামলার ফলে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, এই হামলায় পাঁচজন ছেলে ও চারজন মেয়েসহ মোট নয় শিশু এবং একজন নারী মৃত্যু বরণ করেছেন।

খোস্ত ছাড়াও আফগানিস্তানের অন্যান্য অঞ্চলেও বিমান হামলার খবর পাওয়া গেছে। মুজাহিদ জানান, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশেও পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে। ওইসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে উত্তেজনা এবং পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল। সূত্র : আল জাজিরা