Last Updated on 2 weeks by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: মিজানুর রহমান আজহারীর ভেরিফায়েড ফেসবুক পেজে আবারও নতুন রেস্ট্রিকশনের কবলে পড়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ বিষয়টি জানান তিনি।
পোস্টে আজহারী বলেন, বিগত ছয় মাস আগের একটি পোস্টের জের ধরে ফেসবুক তাঁর পেজের রিচ ডাউন করে দিয়েছে। এর আগেও ফেসবুকের রেস্ট্রিকশন ভোগ করলেও এবার পরিস্থিতি আরও জটিল। তিনি লিখেছেন, প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এই বড় প্লাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া।
আজহারী অভিযোগ করেন, ভাষা ও শব্দের বিকৃতি ঘটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দেওয়া এখন সহজ নয়। বিশেষ করে নির্যাতিতদের নিয়ে কথা বলা ও বিভিন্ন ইস্যুতে শক্ত অবস্থান নেওয়ার কারণেই তাঁর পেজে বারবার রেস্ট্রিকশন আসছে বলে দাবি করেন তিনি।
ফেসবুক থেকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে বলেও জানান আজহারী। তিনি বলেন, আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাতছাড়া হয়ে যাবে। তবে তিনি স্বীকার করেন, প্রতিটি ইস্যুতে কথা বলা বা শক্ত অবস্থান নেওয়া তাঁদের পক্ষে সব সময় সম্ভব হয় না। শুভানুধ্যায়ীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। চাইলেও সব বিষয়ে ইচ্ছামতো বলা বা লেখা সম্ভব নয়।
আজহারী আরও উল্লেখ করেন যে, ফেসবুকের রেস্ট্রিকশন থাকার কারণে তাঁর সাম্প্রতিক প্রকল্প ‘প্রজেক্ট আলফা’ সম্পর্কিত আপডেটগুলো যথাযথভাবে অনুসারীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা কম। তবে তিনি নিয়মিত আপডেট পেতে তাঁর অফিসিয়াল ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলে যোগ দেওয়ার অনুরোধ জানান।
প্রতিটি জুমার নামাজের পর নিয়মিত আপডেট দেওয়া হলেও রিচ ডাউন কমায় অনুসারীদের নিজ উদ্যোগে পেজের পোস্টগুলো চেক করার আহ্বান জানান তিনি।