Last Updated on 5 days by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: প্রায় আট বছর আগে দুই ভাগ হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার একীভূত করেছে সরকার।
নতুন আদেশের ফলে ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ একীভূত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী ‘মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স’ নামে এ মন্ত্রণালয়কে পুনর্গঠন করা হয়েছে।
এতে করে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের কার্যক্রম এখন একজন সচিবের অধীনে পরিচালিত হবে।
এর আগে দুই বিভাগকে এক করতে ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রজ্ঞাপন হল বুধবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভাগ করে এর আগে ২০১৭ সালের ১৯ জানুয়ারি দুই বিভাগ করা হয়েছিল।
এর আগে বিভাগ দুটি এক করার বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের কথা তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ দুটির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীল আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রিতকরণে প্রধান উপদেষ্টা অনুশাসন প্রদান করেছেন।”
বর্তমানে জননিরাপত্তা বিভাগের অধীনে ছিল পুলিশ সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ন্যাশনাল টেলিকমিউনেকশন মনিটরিং সেন্টার রয়েছে।
অপরদিকে সুরক্ষা বিভাগের অধীনে ছিল বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।