Last Updated on 2 months by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: টানা দুই জয়ে নেদারল্যান্ডস সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে গতকাল টাইগারদের জয় ৯ উইকেটে। ১৩.১ ওভারেই ডাচদের দেয়া ১০৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ৮ উইকেটে জেতা আগের ম্যাচে বাংলাদেশ জয় তুলে নেয় ১৩.৩ ওভারেই।
তবুও যেন আক্রমণাত্মক ক্রিকেটের দেখা মিলছে না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে উল্টো সাংবাদিককেই প্রশ্ন ছুঁড়ে দিলেন তানজিদ হাসান তামিম।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে তানজিদকে প্রশ্ন করা হয়, তাদের উন্নতি নিয়েই, আগের চেয়ে বেশি আগ্রাসন দেখানোর কৌশল দল হিসেবেই নেয়া হয়েছে কি না। টাইগার ব্যাটার হয়তো প্রশ্ন বুঝতেই ভুল করে জবাব দিলেন, ‘আসলে ভাইয়া, আমরা তো আক্রমণাত্মক ক্রিকেট খেলছি, আরও কি আক্রমণাত্মক চাচ্ছেন? আমি এটা আসলে…।’
পরে তাকে আবার প্রশ্ন বুঝিয়ে দেয়ার পর বলেন, ‘আমাদের পুরো দলকে স্বাধীনতা দেয়া হয়েছে, যে যার মতো খেলতে পারবে। যার যে ভূমিকা আছে, তা মাঠে কীভাবে বাস্তবায়ন করতে পারে, তা পরিষ্কার করে দেয়া আছে টিম ম্যানেজমেন্ট থেকে।’
আগামীকাল সন্ধ্যা ৬টায় সিরিজের শেষ ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

