সময়ের জনমাধ্যম

ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

Last Updated on 1 year by zajira news

স্পোর্টস ক্রিকেট, জাজিরা নিউজ: আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের মতো দ্বিতীয়টিতেও একপেশে লড়াই হয়েছে । ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে বিশাল জয়ে ফাইনালে উঠেছে ভারত।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭১ রান সংগ্রহ করেছে ভারত। জবাবে ১৬.৪ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ভারতের জয় ৬৮ রানে।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ রান যোগ করেন জস বাটলার ও ফিল সল্ট। ব্যক্তিগত ২৩ রানে বাটলার ফেরার পর দলটির আর কোনো ব্যাটারই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি।

হ্যারি ব্রুক দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন। শেষদিকে জোফরা আর্চারের ২১ রানের ক্যামিও শুধু হারের ব্যবধান কমিয়েছে। ভারতের হয়ে আক্সার ও কূলদীপ তিনটি এবং বুমরাহ দুটি উইকেট শিকার করেন।

কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তিন ওভারে বিনা উইকেটে ২৬ রান তুলেছিল ইংল্যান্ড। এরপরই মড়ক লাগে দলটির ব্যাটিং অর্ডারে। দলীয় ফিফটির আগে দলটি হারায় পাঁচ উইকেট। শুরুর এই বিপর্যয় আর সামলে উঠতে পারেনি ইংল্যান্ড। এক শ’র আগেই গুটিয়ে যাওয়ার আশঙ্কায় পড়েছিল তারা।

কোনোরকম সেই লজ্জা এড়িয়ে তিন অংক ছুঁয়েছে ইংল্যান্ড। চ্যাম্পিয়নদের পক্ষে ১৯ বলে সর্বোচ্চ ২৫ রান করেন হ্যারি ব্রুক। ১৫ বলে ২৩ রানে ফেরেন অধিনায়ক ও ওপেনার জস বাটলার। ১৫ বলে ২১ রান করেন জফরা আর্চার। এ ছাড়া ১৬ বলে ১১ রানে ফেরেন লিয়াম লিভিংস্টোন। বাকিরা যেতে পারেননি দশকের ঘরে।

চার ওভারে ২৩ রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের টপ অর্ডার তছনছ করে দেন অক্ষর প্যাটেল। তিনিই হয়েছেন ম্যাচ সেরা। চার ওভারে ১৯ রানে তিন উইকেট নিয়ে ইংলিশদের মিডল অর্ডারে ধস নামান কুলদীপ যাদব। এ ছাড়া জাস্প্রিত বুমরাহ ১৬ বলে ১২ রানের বিনিময়ে নেন দুই উইকেট। ইংল্যান্ডের বাকি দুই উইকেট পড়েছে রান আউটে।

বৃষ্টির কারণে টস হয় দেড়িতে। পরে ম্যাচ শুরু হলেও দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। দ্বিতীয় সেমিফাইনালটা যে শেষ করা গেছে এটাই যেন বড় স্বস্তির। বৃষ্টির আগে ও পরে ভারতের ব্যাটিংয়ের ঘানি টানেন রোহিত। ৪০ রানে দুই উইকেট হারানোর পরও দলকে কক্ষপথে রাখেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সূর্যকুমার যাদব।

৩৯ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন আগের ম্যাচে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করা রোহিত। ৩৬ বলে ৪৭ রানে ফেরেন সূর্য। এ ছাড়া হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৩, রবিন্দ্র জাদেজা নয় বলে ১৭* ও অক্ষর প্যাটেল ছয় বলে ১০ রান করেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রিস জর্ডান। তিনি নিয়েছেন তিন উইকেট। বাকি চারটি শিকার ইংলিশ চার বোলারের। এই হারে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার মিশন শেষ হলো দুইবারের চ্যাম্পিয়নদের। অন্যদিকে ১০ বছর পর এই প্রতিযোগিতার ফাইনালে উঠল ভারত। শেষবার ২০১৪ সালে বাংলাদেশে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরেছিল তারা।