Last Updated on 2 months by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
শনিবার (২৬ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডোভস্কি। বাকি দুইটি গোল আসে রাফিনিয়া ও ইয়ামালের পা থেকে।
এদিন ম্যাচের ৭৭ মিনিটে গোল করেন ইয়ামাল। আর এ গোলেই ইতিহাস গড়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল।
ইয়ামালই এখন এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা। গতকাল রাতে গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৭ বছর ১০৬ দিন। এর আগে এই কীর্তি দখলে ছিল বার্সেলোনারই সাবেক ফরোয়ার্ড আলফোনসো নাভারোর। এল ক্লাসিকোয় নিজের প্রথম গোল করার সময় নাভারোর বয়স ছিল ১৭ বছর ৩৫৬ দিন।
গতকাল ইয়ামাল শুধু গোল রেকর্ড গড়েই নয়, আলোচনায় এসেছেন উদ্যাপনের কারণেও। গোলটি করার পর বার্নাব্যুতে রোনালদোর বিখ্যাত ‘কালমা’ উদ্যাপন (এই উদ্যাপনের অর্থ হচ্ছে শান্ত থাকো, আমি আছি) ফিরিয়ে এনেছেন ইয়ামাল।
সাধারণত এই উদ্যাপনে এক হাত দিয়ে শান্ত থাকার ইশারা করে নিজের উপস্থিতি জানান দিতে দেখা যায় ‘সিআর সেভেন’ রোনালদোকে। ফলে বার্সা উইঙ্গার ইয়ামালের এমন উদ্যাপন যেন বার্নাব্যুতে থাকা রিয়াল সমর্থকদের জন্য ছিল কাঁটা ঘায়ে নুনের ছিটা।
এই উদ্যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ইয়ামাল। ক্যাপশনে লিখেছেন, ‘কালমা, অভিযান সম্পন্ন।’ এর আগে ম্যাচ জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে ইয়ামাল বলেছিলেন, ‘আমি বলতে চাই, বার্সা দীর্ঘজীবী হও। চলো এগিয়ে যাই এবং লা লিগা জিতি। আমরা এটার জন্যই ঝাঁপিয়ে পড়ব।’