সময়ের জনমাধ্যম

ইনিংস ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ

Last Updated on 4 weeks by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ; আয়ারল্যান্ডের ইনিংস ব্যবধানে হারটা অনেকটাই নিশ্চিতই ছিল তৃতীয় দিন শেষে। তবে কয়েকজন ব্যাটসম্যানের কারণে কিছুটা প্রতিরোধ গড়েছিল তারা। তবে শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ল সফরকারীরা।

সিলেটে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে আয়ারল্যান্ডকে ২৫৪ রানে অল আউট করেছে বাংলাদেশ। তাতে ইনিংস ও ৪৭ রানে জয় পেয়েছে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল শান্তর দল।

চতুর্থ দিনে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। প্রথম সেশনে ২ উইকেট হারায় আইরিশরা। লাঞ্চের পর তিন উইকেট দ্রুত হারায় তারা।

লাঞ্চের পর শুরুতেই ফিরে যান ফিফটি হাঁকানো অ্যান্ডি ম্যাকব্রাইন। রানার বলে হাসান মুরাদকে ক্যাচ দিয়ে ফেরেন ৫২ রান করে ফেরেন তিনি। এরপর ব্যারি ম্যাকার্থির সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন নিল। জর্ডান নিল ৩৬ রান করে আউট হলে ভাঙে এই জুটি। নিল ফেরার পরের ওভারেই আউট হন ম্যাকার্থি। তাতে ২৫৪ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন মুরাদ। ৩ উইকেট নেন তাইজুল এবং ২ উইকেট নেন রানা।

এর আগে প্রথম ইনিংসে ২৮৬ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে বাংলাদেশ ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করে। তাতে ৩০১ রানের লিড পেয়েছিল টাইগাররা। আইরিশরা সেই রান আর দ্বিতীয় ইনিংসে করতে পারেনি।