সময়ের জনমাধ্যম

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

Last Updated on 9 months by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইন্দোনেশিয়ার একটি পাহাড়ি অঞ্চলে ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু এবং দুজন নিখোঁজ রয়েছেন। ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুলায়মান মাইলা রোববার ( ১৪ এপ্রিল ) জানিয়েছেন, ভূমিধসের ঘটনায় মোট ১৭ জনকে উদ্ধার করা হয়েছিল। তাদের মধ্যে ১৫ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ভূমি ধসের পর থেকে সেখানকার আরও দুই বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

তানা তরাজা ও এর আশপাশের এলাকায় গত সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাত হয়। শনিবার রাতের ঘটনার সময় পাহাড় থেকে মাটি ধসে এসে চারটি ঘর চাপা দেয়। এতে কাঠের তক্তা ও কংক্রিটের তৈরি ঘরগুলো বিধ্বস্ত হয়ে যায়।

স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা আরও জানান, বৈরী আবহাওয়া ও রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হওয়ায় উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে যাচ্ছে। এমনটি এলাকাটি পাহাড়ি হওয়ায় উদ্ধারকারীদেরও সেখানে পৌঁছানো কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও জীবিত মানুষের সন্ধানে উদ্ধারকারীরা বিশেষ পদ্ধতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকেই বর্ষা মৌসুম শুরু হয়েছে। বর্ষাকালে দেশটির বিভিন্ন অঞ্চল ভূমিধসের প্রবণ হয়ে উঠে এবং ভারী বৃষ্টির ফলে কিছু এলাকায় বন্যা দেখা দেয়। মার্চ মাসে দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

Reendex

Must see news