Last Updated on 8 months by zajira news
আন্তর্জাতি ডেস্ক, জাজিরা নিউজ: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছে, সেই জায়গার অবস্থান শনাক্ত করেছে উদ্ধারকারী দল, তবে সেখানে প্রাণের কোন চিহ্ন পাওয়া যাচ্ছে না।
সোমবার (২০ মে) এক বিবৃতিতে ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের অনুসন্ধান ও উদ্ধার দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের সম্ভাব্য দুর্ঘটনাস্থলে ৭৩টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে।
সংস্থাটি আরো বলেছে, উদ্ধারকারীরা তুর্কি ড্রোনের মাধ্যমে চিহ্নিত এলাকার দিকে অগ্রসর হচ্ছে, যেখানে রাইসির হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ডিটেক্টর কুকুরসহ ৭৩ টি দল এই উদ্ধার প্রচেষ্টায় জড়িত রয়েছে।
রাষ্ট্রীয় টিভি ইরিনা বলছে, ‘প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারে বেঁচে থাকার বা জীবিত থাকার কোনও চিহ্ন পাওয়া যায়নি।’
ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ‘দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে।’ ওই কর্মকর্তা আরো বলেছেন, ‘প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি দুর্ঘটনায় সম্পূর্ণ পুড়ে গেছে… দুর্ভাগ্যবশত, সকল যাত্রী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।’
এদিকে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের দুর্ঘটনাস্থলে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে রেড ক্রিসেন্ট।
ইরানে গতকাল রোববার রাতে বিধ্বস্ত হওয়ার পর আজ সোমবার সকালে হেলিকপ্টারটির খোঁজ মিলল। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়।
গতকাল আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা।
পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।