Last Updated on 3 months by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইসমাইল ফিকরি নামের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের অধীনে থাকা সংবাদমাধ্যম মিজান অনলাইন এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, ফিকরি রাষ্ট্রের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচারের দায়ে অভিযুক্ত ছিলেন। ইরানের সুপ্রিম কোর্ট তার ফাঁসির রায় বহাল রাখার পর এ শাস্তি কার্যকর করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ফিকরি মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তাকে ইরানে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, এই ফাঁসির রায় ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য বড় একটি আঘাত।