Last Updated on 3 months by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি চুক্তিতে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে মনোনীত করেন মার্কিন রিপ্রেজেনটেটিভ বাডি কার্টার। তিনি নরওয়ের নোবেল কমিটির কাছে ট্রাম্পের নাম প্রস্তাব করে করে চিঠি দিয়েছেন।
তিন চিঠিতে লিখেছেন, ট্রাম্পের কারণে দ্রুত সময়ে ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। যা অনেকে অসম্ভব মনে করেছিলেন। ট্রাম্প এখন শান্তি, যুদ্ধ বন্ধ ও আন্তর্জাতিক সৌহার্য্য এগিয়ে নিতে যা করছেন সেটির জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
৭৯ বছর বয়সী ট্রাম্প সোমবার মধ্যরাতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। ওই সময় তিনি জানান, দুই পক্ষ পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যা গতকাল মঙ্গলবার সকাল থেকে কার্যকর হয়। এখনো বহাল আছে যুদ্ধবিরতিটি।