Last Updated on 9 months by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: ইসকনকে (হিন্দুত্ববাদী সংগঠন) নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ হয়েছে। এদিকে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা অন্তর্বর্তী সরকারকেই নিশ্চিত করতে হবে।
এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- বাবলা ধর, সজল শীল ও দুর্লভ দাস। এ নিয়ে মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনজীবীর পরিবার।
ইসকনকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। গতকাল জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ হয়। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। মিছিলে ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন হেফাজত নেতা-কর্মীরা।
ইসকনকে নিষিদ্ধ ঘোষণা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলামসহ কয়েকটি রাজনৈতিক দল। গতকাল জুমার নামাজের পর নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ওয়াসা মোড় ও জিইসি মোড় হয়ে ষোলশহর দুই নম্বর গেটে গিয়ে শেষ হয়। একই ঘটনার প্রতিবাদে নগরীর কাজির দেউড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাগপা। জাগপার প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি আবু মোজাফফর মো. আনাছের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাগপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা সভাপতি তানিয়া আকতার রূপা, মহানগর সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। এ ছাড়াও আন্দরকিল্লাহ শাহি জামে মসজিদ থেকে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর। মিছিলটি আন্দরকিল্লা শাহি জামে মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে নগরীর মোমিন রোড, চেরাগী পাহাড় হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। ময়মনসিংহ মুর্শিদপুরে মাজার ও মসজিদে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেওয়া এবং আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে নগরীর লালদীঘি চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ।
খুলনায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ইমাম পরিষদ। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যার প্রতিবাদ এবং খুনিদের ফাঁসির দাবি জানানো হয় সমাবেশে। গতকাল নগরীর ডাকবাংলা মোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ।
চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস গজারিয়া উপজেলা শাখা। জুমার নামাজের পর ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপি মিছিল ও সমাবেশ করেছে। বিকালে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে মিছিল শেষে বাবুরবাড়ী জিরো পয়েন্ট এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে বের হয়ে মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে মূল মিছিলে যোগ দেন। পরে প্রেস ক্লাব চত্বরে এসে মিছিলটি শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়াও দেশের বিভিন্ন জেলায় ইসকন নিষিদ্ধের দাবিতে যে সব কর্মসূচী পালন করা হয়:
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসকন নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জের নেতারা। গতকাল বাদ জুমা ডিআইটি রেল কলোনি জামে মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই আলটিমেটাম দেওয়া হয়।
ইসকন নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওলামারা। জুমার নামাজের পর নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এরপর বিভিন্ন সড়ক ঘুরে আবারও জিরো পয়েন্টে গিয়ে সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হবিগঞ্জের মুসল্লিরা। জুমার নামাজ শেষে চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিলে যোগ দিয়ে কোর্ট মসজিদের সামনে সমাবেশ করেন।
মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংগ্রামী মুসলিম জনতা। দুপুরে শহরের ইটেরপুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মুসল্লিরা। পরে শকুনি লেকের পাড়ে জড়ো হন তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলার আলেম সমাজের প্রতিনিধিরা।
নরসিংদীতে মিছিল ও সমাবেশে করেছেন ছাত্র, জনতা ও বিভিন্ন মসজিদের মুসল্লিরা। জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ, মাদরাসা থেকে মুসল্লিরা নরসিংদী পৌরসভা মোড়ে সমবেত হন। পরে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে এসে জড়ো হয়ে চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার দাবি করেন তাঁরা।
পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ মুসল্লিরা। জুমার নামাজ শেষে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন মুফতি জুবায়ের, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সিদ্দিকুল্লাহ, মুফতি হাফিজুর রহমান, মুফতি আহসান উল্লাহ প্রমুখ।