Last Updated on 1 month by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ও অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে নিজের গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার চেষ্টা করেছেন এক সাংবাদিক। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে।
সোমবার (৭ অক্টোবর) গাজায় ইসরাইলি সামরিক অভিযানের বর্ষপূর্তি হচ্ছে। এই আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে রোববার (৬ অক্টোবর) বিশ্বজুড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। যাতে অংশ নিচ্ছেন লাখো মানুষ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত সব বড় শহরে বিক্ষোভ মিছিল হচ্ছে। এসব বিক্ষোভ থেকে গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন অংশগ্রহণকারীরা।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাশাপাশি ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি। এই হামলার জবাবে ওইদিনই গাজায় বোমা হামলা চালানো শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। এর কিছুদিনই পর শুরু হয় স্থল অভিযান; যা এখনও অব্যাহত আছে।
ইসরাইলি হামলায় এক বছরে গাজায় প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৬ হাজারেরও বেশি। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখ বাসিন্দা। প্রায় ধ্বংস হয়ে গেছে পুরো উপত্যকা। আবাসিক ভবন, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান সব মাটির সাথে মিশে গেছে। কিন্তু এরপরও হামলা থামাচ্ছে না ইসরাইল।
এর প্রতিবাদে রোববার দেশে দেশে বিক্ষোভ-প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরের বিক্ষোভে অংশ নেন সহস্রাধিক মানুষ। কৌশলগত মিত্র ইসরাইলকে বিনা প্রশ্নে সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহ বন্ধে জো বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
ফিলিস্তিনি ইয়ুথ মুভমেন্টের একজন সংগঠক জায়েদ খতিব এএফপিকে বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার সত্যিই দেখিয়েছে যে তারা ইতিহাসের কোন দিকে রয়েছে। এই সরকার এই শতাব্দীর সবচেয়ে খারাপ নৃশংসতায় সহায়তা করেছে।’
বিক্ষোভকারীরা ফিলিস্তিনি ও লেবানিজ পতাকা ওড়ায় এবং ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রদর্শনের জন্য সমবেতভাবে স্লোগান দেন। বিক্ষোভের এক পর্যায়ে এক যুবক বিক্ষোভস্থলের দিকে এগিয়ে আসেন এবং নিজের গায়ে আগুন দেয়ার চেষ্টা করেন।
এএফপির প্রতিবেদন মতে, ওই যুবক প্রথমে তার বাম হাত আগুনে জ্বালিয়ে দিতে সক্ষম হন। তার হাত যখন দাউদাউ করে জ্বলছে তখন কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ তার সাহায্যে ছুটে আসেন। তারা পানি দিয়ে আগুন নিভিয়ে দেন।
নিজের গায়ে আগুন দেয়ার সময় ওই যুব্ক চিৎকার করে বলতে থাকেন, ‘আমি একজন সাংবাদিক এবং আমরা এমন একটা ঘটনা থেকে চোখ ফিরিয়ে আছি। আমরা ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছি।’
আল জাজিরার এক প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্র ছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে জড়ো হন এবং ইসরাইলে অস্ত্র সরবরাহ না করার দাবি জানান।
ফিলিপিন্সে কয়েক ডজন বামপন্থি রাজনৈতিক কর্মী ম্যানিলায় মার্কিন দূতাবাসের কাছে প্রতিবাদ জানায়। তবে পুলিশ তাদের সমুদ্রতীরবর্তী দূতাবাস কম্পাউন্ডের কাছাকাছি যেতে বাধা দেয়।