সময়ের জনমাধ্যম

ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি

Last Updated on 2 years by admin

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নেয়ার জন্য ইসরায়েলকে দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার পর বিশ্বের বড় বড় কোম্পানিগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ।

আইসিজের রুলিংয়ে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে গণহত্যার মতোই ঘটনা ঘটছে।

জাপানের ইতোচু কোম্পানি ঘোষণা করেছে, তারা ইসরায়েলের সাথে যে বিমান চলাচল বিষয়ক সহযোগিতা চুক্তি রয়েছে তার অবসান ঘটাতে যাচ্ছে। ফরচুন গ্লোবালের ৫০০ বৃহত্তম কোম্পানির মধ্যে ইতোচু ৯৬তম অবস্থানে রয়েছে।

রয়টারস বলছে, ইতোচুর প্রধান অর্থনৈতিক অফিসার এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় বিবেচনায় আমরা সমঝোতা স্মারক সম্পর্কিত কর্মকাণ্ড বাতিল করছি। আর ফেব্রুয়ারি শেষের আগেই সমঝোতা স্মারক শেষ করার পরিকল্পনা রয়েছে।

একই ধরনের পদক্ষেপ নিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস মঙ্গলবার ঘোষণা করেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মাদ্রিদ ইসরায়েলে সমস্ত অস্ত্র রফতানি স্থগিত করেছে।

এদিকে, দক্ষিণ বেলজিয়ামের ওয়ালোনিয়ার আঞ্চলিক সরকার সোমবার ইসরায়েলে দুটি অস্ত্র রফতানির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে। সূত্র: মেহেরনিউজ, রয়টার্স, টকিও উইকেন্ডার