Last Updated on 10 months by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ইসরায়েলি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (০২ নভেম্বর) বিকালে বৈরুতের হাজমিয়ে এলাকায় ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।
লেবানন যুদ্ধে প্রথম বাংলাদেশি হিসেবে মারা যাওয়া মোহাম্মদ নিজামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ৩২ বছর বয়সী এ যুবক কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুস ও আনোয়ারা বেগমের ছেলে।
এক শোক বার্তায় দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে হাজমিয়ে এলাকায় বিমান হামলায় আক্রান্ত হয়ে নিজাম ঘটনাস্থলেই মারা যান। কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শফে বিরতি নিয়েছিলেন তিনি।
লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান ‘রেমিটেন্স যোদ্ধা’ নিজামের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনা করেন ।