Last Updated on 1 month by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ‘‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। যারা গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে।’’ একই সঙ্গে গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের প্রশংসা করে তিনি বলেছেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়।
বুধবার (০৯ অক্টোম্বর) রাজধানী আঙ্কারায় পার্লামেন্টে সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এরদোয়ান এই মন্তব্য করেন। এ সময় তিনি ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে কি না তা ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক স্তরে কাজ করবে তুরস্ক। এর আগে ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে অবিলম্বে বিরতির আহ্বান জানান এরদোয়ান। তিনি বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তির ব্যবস্থা করার জন্য মুসলিম বিশ্বের দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
ইসরায়েলের বিরুদ্ধে হামাসের লড়াইয়ের প্রশংসা করে এরদোয়ান বলেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়। এটা স্বাধীনতাকামী গোষ্ঠী। মুজাহিদীনরা তাদের ভূমি ও জনগণকে রক্ষার জন্য যুদ্ধ শুরু করেছে। হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপে ইসরায়েলের প্রতি সমর্থন জানানোয় পশ্চিমাদের তীব্র সমালোচনা করেন তিনি।
এর আগে, কাতারে এক বৈঠকে অংশ নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফাইদান বলেছিলেন, ‘‘ইসরায়েলের জন্য পশ্চিমাদের চোখের জল প্রতারণার বহিঃপ্রকাশ। গাজায় যুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করছে ইসরায়েল।’’
তিনি বলেন, ‘‘শিশু, রোগী এবং বৃদ্ধসহ আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদেরসহ স্কুল, হাসপাতাল ও মসজিদও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ।’’
এদিকে লেবাননও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের জনগণের উদ্দেশ্যে দেয়া এক ভিডিও ভাষণে নেতানিয়াহু বলেন, একটি দীর্ঘ যুদ্ধের অতল গহ্বরে পতিত হওয়া থেকে বাঁচানোর এবং গাজার মতো ধ্বংস ও দুর্ভোগের দিকে যাওয়ার আগে আপনাদের কাছে লেবাননকে বাঁচানোর একটি সুযোগ আছে।
লেবাননের জনগণকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমি আপনাদের বলছি, আপনার দেশকে হিজবুল্লাহ থেকে মুক্ত করুন যাতে এই যুদ্ধ শেষ হয়। ভাষণে হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে ইসরায়েল হত্যা করেছে বলে দাবি করেন নেতানিয়াহু।
লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৬ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছে। এছাড়া হিজবুল্লাহও টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের হাইফা বন্দরের দিকে রকেটের সিরিজ হামলা চালায়, এতে ১২ জন আহত হয়। তিন সপ্তাহের তীব্র ইসরায়েলি হামলা এবং স্থল অভিযানের ফলে দেশটিতে ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং আরও ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।