Last Updated on 2 weeks by zajira news
ধর্ম ডেস্ক, জাজিরা নিউজ: জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম গ্রহণ করেছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর দারুস সালাম শাহী মসজিদে তিনি শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মসজিদটির খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
ইসলাম গ্রহণের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন, কারও প্ররোচনা, প্রলোভন বা অন্য কোনোভাবে প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আমি সম্পূর্ণ স্বেচ্ছায়, সজ্ঞানে এবং জেনে-বুঝেই ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে।
তিনি আরও বলেন, আমি অনেক আগ থেকে ইসলামকে ফলো করতে শুরু করি। ব্যাপক পড়াশোনা করেছি, ইসলাম সম্পর্কে জেনেছি। পড়াশোনা করে জানার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করবো। এখন আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতার সাথে জড়িত থাকা দেবকে নিয়ে অবশ্য বেশ কৌতুহলই দেখা দিয়েছে জনমনে। কী হবে তার নতুন নাম, পদবী বদলে যাচ্ছে কিনা, কাজেই কী রকম প্রভাব ফেলবে এই সিদ্ধান্ত; এমন কিছু প্রশ্নও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সর্বশেষ ‘অলরাউন্ডার’ নামক একটি মাল্টিমিডিয়া অনলাইনের সাথে যুক্ত ছিলেন দেব চৌধুরী। এর সাথে নিজের ফেসবুক পেইজেও ক্রিকেট নিয়ে বেশ সরব তিনি।