Last Updated on 3 months by zajira news
জাজিরা নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক।
হতাহতদের এই ঘটনা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
সোমবার (২১ জুলাই) এফ-৭ মডেলের বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।
আহতের অধিকাংশই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি।
এ ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর 01949043697