Last Updated on 5 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: বাংলাদেশের জনপ্রিয় ও প্রবাসীদের প্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র ষ্টাফ করেস্পন্ডেন্ট, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি কায়সার হামিদ হান্নানের বাবা আব্দুল হামিদের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব বিসিপিএম এর সার্বিক সহযোগিতায় রোববার (৬ জুলাই) বাদ মাগরিব রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এবং তিতিওয়াংসা বায়তুল মোকাররম মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল পরিচালনা করেন খতিব মাওলানা মো. আনিসুর রহমান সাদ্দাম, খতিব হাফেজ মো. জালাল উদ্দিন ও সুরাও বাইতুল মোকাররম মসজিদের খতিব মাওলানা ইকারামুল হক।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি সাংবাদিক মো. আমিনুল ইসলাম রতন, সাবেক সভাপতি, কার্যনির্বাহি সদস্য মোস্তফা ইমরান রাজু, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম হিরন, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান ও দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি ।
আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির নেতা তালহা মাহমুদ, কাজী সালাউদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. রমজান আলী, বাবু, রিয়াদ, হান্নান মল্লিক, মজিবর রহমান সহ আরও অনেকে। মিলাদ ও দোয়া মাহফিল শেষে উভয় মসজিদে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।