Last Updated on 2 years by BISWAS
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: নির্বাচন ও সরকার পতনে রাজপথে কর্মসূচির কথা ভাবছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কর্মসূচি নির্ধারণে প্রতিদিন বসছেন দলটির নেতারা। আলোচনা হচ্ছে আন্দোলনে পাশে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও।
আজ শনিবার (১৩ জানুয়ারী) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
সরকার কি আরো পাঁচ বছর টিকে যাবে? এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘চীনে একটি প্রবাদ আছে, স্রোত যত বইতে থাকবে পেছনের পানি যেটা তা তীব্র মাত্রায় আসবে এবং যত প্রবাহিত হতে থাকবে তত পানির স্বচ্ছতা হবে এবং সেটা নদী কাটতে কাটতে এমন একটা পর্যায়ে আসবে যে সেটা পরিপূর্ণ নদীতে পরিণত হবে।’
নতুন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, কর্মসূচি ঠিক করে তারা জানাবেন। আমরা কর্মসূচি ও আন্দোলনের মধ্যেই আছি।

