সময়ের জনমাধ্যম

কমলা জিতলে ২ বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না : ট্রাম্প

Last Updated on 4 months by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এক তীব্র বিতর্কে সরাসরি মুখোমুখি হয়েছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী, ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস ।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার (১১ সেপ্টেম্বর সকাল ৭টায়) এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কে ইসরায়েল ও গাজা যুদ্ধের প্রসঙ্গ নিয়ে উত্তপ্ত আলোচনা হয়।

ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন এবং তিনি যদি প্রেসিডেন্ট হন, তবে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়বে।

ট্রাম্প আরও দাবি করেন, তার নেতৃত্বে থাকলে এই ধরনের যুদ্ধের সূচনা হতো না। গাজার চলমান সংকট এবং হামাসের হাতে জিম্মি থাকা বেসামরিক মানুষদের ফিরিয়ে আনার প্রসঙ্গে ট্রাম্প সরাসরি বলেন, তার প্রশাসন এমন পরিস্থিতি তৈরি করতে দিত না।

ট্রাম্পের এই মন্তব্যের পর, কমলা হ্যারিস পাল্টা জবাব দেন। তিনি ট্রাম্পের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ট্রাম্প বাস্তবতা থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা করছেন এবং রাজনৈতিক বিভাজন বাড়াচ্ছেন।

কমলার মতে, ট্রাম্প সব সময় স্বৈরাচারী শাসনকে প্রশংসা করেছেন এবং ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই এমন একটি মনোভাব পোষণ করেছেন।

গাজা যুদ্ধ প্রসঙ্গে কমলা হ্যারিস তার অবস্থান স্পষ্ট করেন। তিনি জোর দিয়ে বলেন, অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করা উচিত। সেই সঙ্গে গাজার পুনর্গঠনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন কমলা, যা ফিলিস্তিন ও ইসরায়েলের শান্তিপূর্ণ সহাবস্থানের দিকে নিয়ে যেতে পারে।

এই বিতর্ককে নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ ইসরায়েল-ফিলিস্তিন সংকটসহ আন্তর্জাতিক বিষয়ে প্রার্থীদের অবস্থান জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠেছে।