সময়ের জনমাধ্যম

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নাহিদা সোবহান

কানাডায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার নাহিদা সোবহান। ফাইল ছবি

Last Updated on 1 year by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: কানাডায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার নিযুক্ত হয়েছেন জর্ডানে নিযুক্ত রাষ্ট্রদূত নাহিদা সোবহান। তিনি এ পদে রাষ্ট্রদূত ড. খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের একজন কূটনীতিক হিসেবে নাহিদা সোবহান ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। জর্ডানের পাশাপাশি রাষ্ট্রদূত হিসেবে সিরিয়া ও ফিলিস্তিনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন।

কূটনৈতিক হিসেবে নাহিদা সোবহান জেনেভা, রোম ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক অণু বিভাগের মহাপরিচালকের পদে ছিলেন।

নাহিদা সোবহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি দেশে ও বিদেশে বেশ কিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স করেছেন। ব্যক্তিগত জীবনে নাহিদা সোবহান দুই সন্তানের মা।