সময়ের জনমাধ্যম

কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে যুবলীগের হামলা, ছয় শিক্ষার্থী গুলিবিদ্ধ

Last Updated on 2 months by zajira news

কুমিল্লা প্রতিনিধি, জাজিরা নিউজ: কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসূচিতে যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ২৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয় জন শিক্ষার্থীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) দুপুর ১ টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা নগরীর পুলিশলাইন এলাকা হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় ৬ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি।

এর আগে শনিবার সকাল ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কুমিল্লা জিলা স্কুলের মূল ফটকের সামনে বিক্ষোভ ও গণমিছিল শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা স্টেডিয়ামের সামনে অবস্থান নেয়ায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের বিক্ষোভের সময় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসে বিক্ষোভ মিছিলের কিছুটা দূরে অবস্থান করলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। অন্যদিকে কুমিল্লা জিলা স্কুল রোডে ঈদগাহের সামনে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও বিজিবি সদস্যরা অবস্থান করে। পরে দুপুর ১ টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশলাইন হয়ে রেইসকোর্স এলাকা যাওয়ার পথে পিছন দিয়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা ধাওয়া করে। এ সময় শটগানের গুলিতে ৬ জন গুলিবিদ্ধ হয়। আহত হয় অন্তত ২৬ জন। পরে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে দিগ্বিদিক ছুটে পালিয়ে যায়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি বলেন, এখন পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় ৬ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাদের কারোর চোখে, কারোর হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলি লেগেছে। তবে সবাই এখন আশঙ্কামুক্ত রয়েছে।

চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য সরকার জানান, ‘ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় আমরা শিক্ষার্থীদের শান্ত করে ফিরিয়ে দিচ্ছিলাম। এ সময় ইউএনও এবং আমি গাড়িতে ছিলাম। হঠাৎ করে বিক্ষুব্ধ ব্যক্তিরা আমার গাড়িতে আগুন লাগিয়ে দেন। এ সময় আমরা গাড়ি থেকে বের হয়ে যাই।’