সময়ের জনমাধ্যম

কুরিয়ারের প্যাকেটে হাজার মাইল দূরে গেল বিড়াল

ছবি - সংগৃহীত

Last Updated on 8 months by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির উটাহ অঙ্গরাজ্য থেকে হাজার মাইল দূরে ক্যালিফোর্নিয়ায় কুরিয়ারের প্যাকেটে চলে যায় একটি পোষা বিড়াল। তবে এরপরও বিড়ালটি সুস্থ আছে।

জানা গেছে, উটাহর একটি পরিবার অ্যামাজনের মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় একটি প্যাকেট পাঠিয়েছিল। ভুলে সেই প্যাকেটে ঢুকে যায় তাদের পোষা বিড়াল ‘গ্যালিনা’।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গ্যালিনা চলতি মাসের শুরুতে হঠাৎ উটাহর বাসা থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবারটি বিভিন্ন জায়গায় খুঁজেও বিড়ালটিকে পাচ্ছিল না।
অবশেষে নিখোঁজ হওয়ার সপ্তাহখানেক পর অ্যামাজনের এক কর্মী গ্যালিনাকে উদ্ধার করেন।

কয়েক দিন প্যাকেটবন্দী থেকে খাবার বা পানি না খেয়েও বিড়ালটি সুস্থ আছে। কীভাবে গ্যালিনা প্যাকেটবন্দী হল সে ব্যাপারে এর মালিক ক্যারি ক্লার্ক গণমাধ্যমকে বলেন, গ্যালিনা বক্স খুব পছন্দ করে। এটাকে তার ব্যক্তিত্বের একটি অংশ মনে করতে পারেন।

ঘটনাক্রমে একটি বড় প্যাকেট থেকে গ্যালিনাকে উদ্ধার করা হয়। কিছু ইস্পাতসামগ্রীর সঙ্গে পোষা বিড়ালটি প্যাকেটে ছিল। সৌভাগ্যক্রমে প্যাকেটটির কিছুটা অংশ খোলা ছিল। ফলে বিড়ালটির নিশ্বাস নিতে সমস্যা হয়নি। আবার আবহাওয়া এমন ছিল, যা খুব বেশি ঠান্ডা ছিল না বা খুব গরমও ছিল না।

প্যাকেটটি থেকে লাফিয়ে বেরিয়ে এলে অ্যামাজনের কর্মী সেটিকে প্রথম দেখতে পান। এর সেটিকে উদ্ধারের পর পশুচিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। পরে প্যাকেটের মাইক্রোচিপ স্ক্যান করে এর মালিক ক্লার্কের যোগাযোগের ঠিকানা পাওয়া যায়। পশুচিকিৎসক মালিককে ফোন করে বিড়ালের সার্বিক অবস্থা সম্পর্কে জানান।

ক্লার্ক বলেন, “আমি প্রথমে পশুচিকিৎসকের কথায় বিশ্বাস করতে পারছিলাম না। আমি বিষয়টিকে কৌতুক মনে করেছিলাম।”

পরে নিজেদের পোষা বিড়ালটি ফিরিয়ে আনতে ক্লার্ক দম্পতি এক হাজার মাইল পথ উড়াল দিয়ে ক্যালিফোর্নিয়ায় যান।