Last Updated on 2 years by admin
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: গণবিয়ের মধ্যদিয়ে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হলেন একশ’ আফগান তরুণ-তরুণী।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষ। তাই এককভাবে বিয়ের অনুষ্ঠানের খরচ থেকে বাঁচতে বরাবরের মতো তরুণ-তরুণীরা গণবিয়ের আয়োজনকে স্বাগত জানান। আজ সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানী কাবুলে এক অনুষ্ঠানে বিয়ে পড়ানো হয়েছে ৫০ জোড়া বর-কনের। খবর ভয়েস অফ আমেরিকা।
কাবুলের জাঁকালো হলগুলোর একটিতে এই বর কনেরা বিয়েতে আবদ্ধ হন। তবে এতে আয়োজন ছিল কিছুটা আঁটসাঁটঁ।
২০২১ সালের আগস্টে তালিবান ক্ষমতায় আসে। সেই থেকে তালিবান সরকার নাচ-গানকে দেশটিতে অনৈসলামিক বলে বিবেচনা করে, এবং কঠোরভাবে তা নিষিদ্ধ করে। এতে বিয়ের আয়োজন অনেকটাই কম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়েছে।
১৮ বছর বয়সী রুহুল্লাহ রিজায়ি নামে এক তরুণ বলেন, তিনি একা বিয়ের আয়োজন করতে পারেন না। ঐতিহ্যবাহী বিয়ের আয়োজনে দুই থেকে আড়াই লাখ আফগানিস মুদ্রা খরচ হয়। এখন ১০ হাজার থেকে ১৫ হাজারে হয়ে যাবে ।