সময়ের জনমাধ্যম

গভীর সমুদ্রে জাহাজে লাফিয়ে উঠল ৩ মণ ইলিশ মাছ

শনিবার (২৯ নভেম্বর) পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া ছাড়িয়ে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে জাহাজে লাফিয়ে উঠে ৩ মণ ইলিশ মাছ।

Last Updated on 2 weeks by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: এক আশ্চর্যজনক ঘটনা ঘটল পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া ছাড়িয়ে প্রায় ৭০ কিলোমিটার সমুদ্রের গভীরে। লাইটার জাহাজের ডেকে লাফিয়ে উঠল তিন মণ ইলিশ মাছ।

শনিবার (২৯ নভেম্বর) এমন অদ্ভুত ঘটনার ব্যাখ্যা দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাজীব সরকার।

তিনি জানান, শিকারি মাছের তাড়া কিংবা পানির প্রবল স্রোতের কারণে ওই মাছগুলোর মধ্যে এ ধরনের আচরণ দেখা দিতে পারে।

জানা যায়, কয়লাবাহী লাইটার জাহাজ এমভি কেএসএল গ্লাডিয়েটর গত বৃহস্পতিবার দুপুরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটির দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ জাহাজের দুপাশ ঘেঁষে ছোট ছোট ইলিশের দল ছুটে যেতে যেতে একের পর এক লাফাতে থাকে।

নাবিকেরা জানান, লাফিয়ে ওঠা এসব মাছের মধ্যে অন্তত তিন মণ ইলিশ সরাসরি জাহাজের ডেকে উঠে আসে। তাৎক্ষণিকভাবে তারা ডেকে ওঠা মাছগুলো সংগ্রহ করতে সক্ষম হন। তবে আরও অনেক ইলিশ আবার লাফিয়ে সাগরে পড়ে যায়।

ঘটনাটি এতটাই বিরল ও বিস্ময়কর ছিল যে জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন দ্রুত মোবাইলে প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। তার জানান, জীবনে এমন দৃশ্য দেখিনি। হঠাৎ করে মনে হলো পুরো সমুদ্র যেন ইলিশে ভরে গেছে।’

নাবিকরা বলেন, ‘গভীর সমুদ্রে চলমান জাহাজের সঙ্গে এভাবে ইলিশের দল ধাক্কা খেয়ে ডেকে উঠে আসা এর আগে তারা কখনো দেখেননি। মাছ কেন এমন আচরণ করছিল, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

Reendex

Must see news