Last Updated on 10 months by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৩ নভেম্বর) গাজাজুড়ে হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। গাজার বিভিন্ন জায়গা ছাড়াও গতকাল কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেইসঙ্গে নুসেইরাতে ইসরায়েলি বাহিনীর হামলায় আল-ফারুক মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
মসজিদটির মুয়াজ্জিন আদনান ইমাদ আল-দিন বলেছেন, দুপুরের নামাজের পরেই মসজিদটিতে হামলা হয়েছে। তবে হামলার সময় মসজিদে কেউ ছিলেন না বলে জানান তিনি।
আল-দিন আরও বলেছেন, তারা কেউ চায় না আমরা নামাজ পড়ি। কিন্তু আমরা নামাজ পড়বই এবং এই মসজিদ আগের থেকে আরও ভালোভাবে বানাবো।
এ ছাড়া গতকাল লেবাননের রাজধানী বৈরুতের ঘনবসতি এলাকা বাসতায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ২০ জন। আহতের সংখ্যা ৬৬।
ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বাসতার আল-মামৌন স্ট্রিটে ইসরায়েলি বিমান বাহিনীর পাঁচটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আটতলা ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে।
আল জাজিরা বলছে, শনিবার ভোর ৪টায় কোনো ধরনের সতর্কতা ছাড়াই আটতলা ভবনে চারটি বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের শব্দ রাজধানী বৈরুতজুড়েও শোনা গেছে।