সময়ের জনমাধ্যম

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুরন্ত জয়

Last Updated on 1 year by admin

দেশের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ। বাংলাদেশ চতুর্থদিনেই জয়ের কাছাকাছি চলে গিয়েছিল । পঞ্চম ও শেষ দিনের আনুষ্ঠানিকতা সারা হলো। বাংলাদেশ পেল দারুণ জয়।

চতুর্থ ইনিংসে ৩৩২ রানের লক্ষ্য ছিল নিউজিল্যান্ডের। কিন্তুঅলআউট হয়ে যায় তারা ১৮১ রানে। বাংলাদেশ পায় ১৫০ রানের দুর্দান্ত জয়।

টেস্টে এনিয়ে দ্বাদশবার পাঁচ উইকেট নিলেন তাইজুল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার।

আগের দিনই জয়ের মঞ্চ তৈরি করে দেওয়া তাইজুল ইসলাম ম্যাচে ১০ নিয়েছেন উইকেট। প্রথম ইনিংসে ৪ উইকেটের সঙ্গে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬টি উইকেট।

নিউজিল্যান্ডের ইনিংসের উল্লেখযোগ্য হলো ডারিল মিচেলের ৫৮ ও টিম সাউদির ৩৪ রান।

স্কোর বোর্ড
বাংলাদেশ প্রথম ইনিংস ৩১০ রান
নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৩১৭ রান

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৩৩৮ রান
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস ১৮১ রান