সময়ের জনমাধ্যম

গাজা-লেবাননে ইসরায়েলি ‘হত্যাযজ্ঞ’ অবিলম্বে বন্ধে সৌদি যুবরাজের আহ্বান

Last Updated on 2 days by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা ও লেবাননে ‘সামরিক আগ্রাসন’ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই সঙ্গে গাজা ও লেবাননবাসীর ওপর চালানো ইসরায়েলি ‘হত্যাযজ্ঞ’ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের এক যৌথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন এমবিএস নামে পরিচিত বিন সালমান। আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ আয়োজনে গতকাল সোমবার (১১ নভেম্বর) এ সম্মেলন শুরু হয়।

সৌদি আরবের প্রভাবশালী নেতা বিন সালমান তাঁর বক্তব্যে বলেন, ‘ফিলিস্তিন ও লেবাননের সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।’

তিনি আরও বলেন, নতুন করে আর কোনো আগ্রাসন চালানো থেকে ইসরায়েলকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতিও আহ্বান জানান।

ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরে আরব লিগের মহাসচিব আহমেদ আবৌল ঘেইত বলেন, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ইসরায়েলি সহিংসতা দেখেও বিশ্ব চোখ বন্ধ করে বসে থাকতে পারে না।

‘রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার’ কারণে সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যোগ দেননি। তবে দেশটির ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন, হামাস-হিজবুল্লাহর নেতাদের হত্যা করার মধ্য দিয়ে ‘সংঘটিত সন্ত্রাসী কার্যক্রম’ চালিয়েছে ইসরায়েল।

সম্মেলনে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। কিন্তু এ যুদ্ধ তাঁর দেশকে ‘নজিরবিহীন’ সংকটের মুখোমুখি করেছে। দেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।

পৃথক দুই রাষ্ট্র গঠনের মাধ্যমে ফিলিস্তিন সংকটের সমাধানের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রমুখ নেতারা অংশ নেন।