Last Updated on 2 years by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: গাজীপুরে কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ কুদ্দুস খান (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
আজ শনিবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন কুদ্দুস খানের মৃত্যু হয়। নিহত কুদ্দুসের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মো. তরিকুল ইসলাম বলেন, ‘শনিবার ভোর সাড়ে চারটার দিকে আইসিইউর ১৩ নম্বর বেডের রোগী কুদ্দুস খানের মৃত্যু হয়। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে ১৭ জনের মৃত্যু হলো।
নিহতের ছেলে মোহাম্মদ নাজিম খান বলেন, আমার বাবা দিনমজুরের কাজ করতেন। ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার সময় সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গত ১৩ মার্চ কালিয়াকৈরর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে ৩৪ জন দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। পরে চিকিৎসা শেষে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হয়।

