সময়ের জনমাধ্যম

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: সেনাবাহিনী

Last Updated on 6 months by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়াতে চাইছে উল্লেখ করে এ বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৩ মে) সেনাবাহিনীর ফেসবুক পেজে এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। ’

গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে এতে আরও বলা হয়, ‘গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন। ’