Last Updated on 1 year by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: হাসান মাহমুদ ‘শো’ চলছেই ! সকালের সেশনে আউট করেছিলেন রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলিকে। এরপর দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারে তুলে নিলেন ঋষভ পন্তকে।
২৬তম ওভারে হাসানের অফ স্টাম্পের বাইরের বলে আলসে কাট করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন পন্ত (৩৯)। ক্রিজে জয়সোয়ালের নতুন সঙ্গী লোকেশ রাহুল।
বাংলাদেশি পেসার হাসান মাহমুদের বোলিং তোড়ে ভারতীয় ব্যাটারদের কোণঠাসা করে রেখেছেন
দলীয় ১৪ রানে রোহিতকে হারানো ভারত দ্বিতীয় উইকেট হারায় ২৮ রানে। দলীয় ৩৪ রানে হাসানের তৃতীয় শিকার হন বিরাট কোহলি।
চেন্নাই টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেঘাচ্ছন্ন দিনে শুরুটা বেশ ভালো করেছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। রান তুলতে রীতিমত ঘাম ঝরছে ভারতের। প্রথম ৪ ওভারে তারা নিতে পারে মোটে ৮ রান।
ভারত প্রথম ইনিংস: ২৫ ওভারে ৪ উইকেটে ৯৬।
বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করছে ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত।


