সময়ের জনমাধ্যম

চাঁদ দেখা গেছে, সৌদিতে ৬ জুন ঈদুল আজহা

Last Updated on 3 months by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: সৌদি আরবের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে বুধবার (২৮ মে) থেকে এই মাস শুরু । ফলে সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ১০ জিলহজ বা ৬ জুন।

সৌদি আরবের ভ্রাম্যমাণ চাঁদ দেখার কেন্দ্র তামিরে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় ইনসাইড দ্য হারামাইনের ভেরিফায়েড ফেসবুক পেজে তা জানিয়ে দেওয়া হয়।

এদিকে সৌদি আরবের পাশের দেশ ওমানও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, বুধবার ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সেই অনুযায়ী সেখানেও ঈদুল আজহা উদযাপন হবে ৬ জুন।

এর আগে ব্রুনাইও ৬ জুন দেশ দুটিতে ঈদুল আজহা পালিত হবে বলে ঘোষণা করে।

বাংলাদেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বুধবার (২৮ মে)। এদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে দেশে জিলহজ মাস শুরু হবে ২৯ মে, সেক্ষেত্রে আগামী ৭ জুন ঈদুল আজহা উদযাপন হবে ।