Last Updated on 8 months by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও চারজন নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিল হামাস। চুক্তির অংশ হিসেবে রেড ক্রস কর্মকর্তাদের কাছে গাজা সিটির প্যালেস্টাইন স্কোয়ারে তাদের হস্তান্তর করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) দ্বিতীয় দফায় ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে আশা করা হচ্ছে ইসরায়েলি কারাগারে বন্দী ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।
মুক্তির আগে, অসংখ্য মুখোশধারী হামাস এবং ইসলামিক জিহাদের যোদ্ধা প্যালেস্টাইন স্কোয়ারে জড়ো হয়, যেখানে অনেক সাধারণ ফিলিস্তিনিরাও সমবেত হয়।
মুক্তির পর ওই চার ইসরায়েলি নারী সেনাকে গাজার সিমান্তবর্তী একটি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
হামাসের প্রকাশ করা তালিকা থেকে জানা যায় মুক্তিপ্রাপ্তরা হলেন কারিনা আরিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। এই চারজনই ইসরায়েলি সেনা, যারা ইসরায়েল-গাজা সীমান্তে নজরদারির কাজে নিয়োজিত ছিলেন।
যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ইসরায়েলে কারাগারে আটক থাকা ১৮০-২০০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে এই ৪ জন জিম্মিকে ছেড়ে দিচ্ছে হামাস।
গত রোববার (১৯ জানুয়ারি) কার্যকর হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দফায় ৯০ কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। হামাস এর বিপরীতে ৩ জন জিম্মিকে মুক্তি দেয় ।