সময়ের জনমাধ্যম

চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ

Last Updated on 2 months by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ যুব দল। টানা তিন ম্যাচ জিতে গ্রুপে নিজেদের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। সর্বশেষ ম্যাচে চীনের বিপক্ষে ৫-২ গোলের জয় তুলে নিয়েছে দলটি।

রবিবার (৬ জুলাই) চীনের দাঝুতে অনুষ্ঠিত পুল ‘এ’ এর ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। সপ্তম মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় দলটি। এরপর বিশাল আহমেদের হিটে ব্যবধান হয় ২-০। দ্বিতীয় কোয়ার্টারে গোলশূন্য থাকলেও তৃতীয় কোয়ার্টারে উত্তেজনা ফিরে আসে ম্যাচে।

চীন একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও, দ্রুতই বাংলাদেশের তিন গোলের জবাবে ছন্দ হারায় স্বাগতিকরা।

জনি ইসলাম, ইসমাইল ও অমিত হাসান একে একে লক্ষ্যভেদ করে স্কোরলাইন দাঁড় করান ৫-১। শেষ কোয়ার্টারে চীন আরেকটি গোল করলেও তা ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ ব্যবধানে হারিয়েছিল তারা।

পুল পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী পাকিস্তানের।

Reendex

Must see news