Last Updated on 3 hours by zajira news
শরীয়তপুর প্রতিনিধি, জাজিরা নিউজ: শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের।
আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে ওসির বিশ্রাম কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তার মতে, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ওসি আল-আমিন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।’
থানা সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা ৮ মিনিটের মধ্যে যেকোনো সময় জাজিরা থানার নতুন ভবনের দ্বিতীয় তলায় ইনস্পেকশন বাংলোর (পদ্মা) কক্ষে ওসি আল-আমিনের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে গামছায় ঝুলে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানায়। তিনি গত ১৪ সেপ্টেম্বরে তিনি জাজিরা থানায় ওসি হিসেবে যোগ দেন।