সময়ের জনমাধ্যম

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

Last Updated on 1 year by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন, এটির সিদ্ধান্ত হয়েছে।’

এই সফর সংক্ষিপ্ত হবে জানিয়ে তিনি বলেন, ‘ওয়াশিংটনে গেলেও কিছু কাজ হতে পারতো। কিন্তু খুব তাড়াতাড়ি তিনি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন।’

নিউ ইয়র্কে কিছু বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, ‘এখন নির্দিষ্ট করে কিছু বলতে চাই না। কারা কারা আসবেন এটি আমরা চূড়ান্ত জানি না।’

ড. ইউনূস কবে নিউইয়র্কে যাবেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরেকটু সময় যাক, পরে সেটি বোঝা যাবে।

প্রসঙ্গত, রাষ্ট্র বা সরকারপ্রধানরা ওয়াশিংটনে গেলে হয় দ্বিপক্ষীয় বৈঠক। আর নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে হয় সাইডলাইন বৈঠক।জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। আর সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের বিতর্ক অধিবেশন শুরু হবে ২৪ সেপ্টেম্বর। সাম্প্রতিক সময়ে নানা কারণে বৈশ্বিক সুশাসনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা নিয়ে শীর্ষ নেতাদের আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর ‘সামিট অব দ্য ফিউচার’-এ যোগ দেওয়ার কথা রয়েছে।