Last Updated on 3 weeks by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরাশাসক’ আখ্যা দিয়ে শান্তি সুরক্ষিত করতে তাকে দ্রুত পদক্ষেপ নিতে অথবা তার দেশ হারানোর ঝুঁকি নিতে হবে বলে সতর্ক করেছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাম্প জেলেনস্কিকে আক্রমণ করেই দিন পার করেছেন। এতে দুই নেতারা মধ্যে বিরোধ আরও গভীর হয়েছে।
২০২২ সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেইনকেই দায়ী করার পরদিন জেলেনস্কিকে তীব্র বাণে বিঁধেছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে উঠেছে, তাদের আশঙ্কা, ইউক্রেইনের যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প যেভাবে এগোচ্ছেন তাতে হয়তো মস্কোই লাভবান হবে।
সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় ইউক্রেইনকে বাদ রাখার প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাশিয়ার তৈরি করা ‘ভুল তথ্যের জগতে’ বাস করছেন। এরপরই ইউক্রেইনের প্রেসিডেন্টকে আক্রমণে আক্রমণে তুলোধুনো করেন ট্রাম্প।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক, জেলেনস্কির উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া আর না হলে তার কোনো দেশই থাকবে না।” এর কয়েক ঘণ্টা পর ফ্লোরিডায় সৌদি সমর্থিত এক বিনিয়োগ বৈঠকে জেলেনস্কিকে ‘স্বৈরাশাসক’ আখ্যায়িত করে ট্রাম্প বলেন, “জো বাইডেনকে বেহালার বাজানোর মতো খেলতে জেলেনস্কি সত্যিই ভাল ছিলেন।”
ট্রাম্প আরও বলেন, “তিনি নির্বাচন করতে অস্বীকার করেছেন। ইউক্রেইনের প্রকৃত জনমত জরিপে তার অবস্থান অনেক নিচে। প্রতিটি শহর ধ্বংস হয়ে গেলে আপনি কীভাবে উচুঁ হতে পারেন?” ট্রাম্প জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলার প্রতিক্রিয়ায় ইউরোপীয় নেতারা সমালোচনামুখর হয়ে ওঠেন।